মলয় দে, নদীয়া :-নদীয়ার নবদ্বীপের বাসিন্দা তীর্থেন্দু গাঙ্গুলি ইতিমধ্যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস পুরস্কার পেলেন।
নবদ্বীপের বাসিন্দা কাননেন্দু গঙ্গোপাধ্যায় ও রীতা গঙ্গোপাধ্যায় এর এক মাত্র সন্তান তীর্থেন্দু সারা ফেলে দিয়েছেন ১২টি দেশে তাঁর কবিতার যাদুতে । ইতিমধ্যে সে ফায়ারফ্লাই অফ লাভ কবিতা র বই লিখে পরিচিতি লাভ করেছে সারা বিশ্বে । ওই কবিতার বই তে ১০৮ টি কবিতা লেখা আছে যা বিভিন্ন সামাজিক ঝড় ঝাপটা সহ নানা দিক ফুটিয়ে তোলা হয়েছে কবিতার মাধ্যমে।
২০১২ সাল থেকে এই কবিতা লেখা গুলি শুরু করে সে! ২০১৯ সালে শেষ হয়েছে। সে বেনারস ইউনিভার্সিটি তে পিএইডি করছে ইংরেজি বিষয় নিয়ে তার এই পুরস্কার তাকে যেমন আনন্দ দিয়েছে পাশাপাশি আরও লিখতে প্রেরণা ও সাহস দিচ্ছে তাই এবার গল্পের বই যা ২০২২ সালে প্রকাশিত হবে। বইয়ের নাম টেলস ফ্রম মহাভারত ।
তাই তীর্থেন্দু গাঙ্গুলি বলেন আমার লেখার পেছনে বাবা ,মা র ভূমিকা এবং চৈতন্য মহাপ্রভু রাধা গোবিন্দের আশীর্বাদ! তাই এমন পুরস্কার পেয়েছি।আমি আরও একটি বই লিখছি তবে এটা গল্পের বই ২০২২ সালে প্রকাশিত হবে তিনটি ভাষায়।বর্তমান প্রজন্মের কাছে আমার একটি আবেদন স্মার্ট ফোন কিংবা ডিজিটাল থাকলেও বই এর প্রতি টান থাকুক সকলের! কারন বই এর কদর সবসময় থাকে ,তাই আধুনিক যুগে একহাতে মোবাইল থাকলেও অন্য হাতে বই রাখা প্রয়োজন।