ইংরেজ বাজারের ঐতিহাসিক রামকেলিতে রূপ সনাতন মিলন মন্দির এর উদ্যোগে বৈদিক বনভোজন

Social

দেবু সিংহ, মালদাঃ শ্রীচৈতন্য পদধূলি ধন্য ঐতিহাসিক রামকেলিতে রূপ সনাতন মিলন মন্দির এর উদ্যোগে বৈদিক বনভোজনের আয়োজন।নাম সংকীর্তনে মাতেন হাজার হাজার ভক্ত।বৈদিক বনভোজনে উপস্থিত ছিলেন, ইংরেজবাজার বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, মন্দির কমিটির সম্পাদক বিধানচন্দ্র রায়, যুগ্ম সম্পাদক অরুন সাহা, মন্দিরের সেবায়েত রঘুনাথ দাস,বিশিষ্ট সমাজসেবী গৌতম সাহা সহ অন্যান্য ভক্তরা।বৈদিক বনভোজনে অংশগ্রহণ করতে জেলা এবং ভিন জেলা থেকে হাজার হাজার ভক্ত ছুটে আসেন মন্দির প্রাঙ্গণে।প্রথমে নাম সংকীর্তন এবং পরে বনভোজনের আয়োজন করা হয় মন্দির কমিটির পক্ষ থেকে।

Leave a Reply