দেবু সিংহ, মালদা: সারা জীবনের নাট্যচর্চার স্বীকৃতি হিসেবে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির পক্ষ থেকে ‘জীবনকৃতি’ সম্মান পেলেন মালদা জেলার নাট্যকার পরিমল ত্রিবেদী। মালদা মালঞ্চ নাট্যদলের কর্ণধার পরিমলবাবুর হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে মন্ত্রী ব্রাত্য বসু এই সম্মান তুলে দেন গত ২৪ শে জানুয়ারি। কলকাতার শিশির মঞ্চে উদাস পূজা, গম্ভীরা রানী, ঘাটের বৃত্তান্ত সহ নানান প্রয়োজনার পরিচালক পরিমল ত্রিবেদী এই জীবনকৃতি সম্মান পেলেন। নাট্য পরিচালক মনোজ মিত্র, আশিস দাস, তীর্থঙ্কর চন্দ্র, আলোকশিল্পী বরুন কর প্রমুখ।
এদিকে মঙ্গলবার ভোরবেলায় মালদা টাউন স্টেশনে এসে পৌঁছন মালদার নাট্যকার পরিমল ত্রিবেদী। মালদা শহরের দক্ষিণ কৃষ্ণ পল্লী ঋষি অরবিন্দ সংঘের সদস্যরা তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানান মালদা টাউন স্টেশনে।