মলয় দে, নদীয়া :-বাইক আরোহী কে বাঁচাতে গিয়ে রাস্তার ধারে চায়ের দোকানে প্রাইভেট গাড়ির সজোরে ধাক্কায় গুরুতর আহত হল ৫ জন। ঘটনাটি নদীয়ার নাকাশি বাজার বড়গাছি কালিপুর মোড়ে। স্থানীয়দের দাবি মঙ্গলবার রাত ৭.৩০ নাগাদ রাস্তা দিয়ে এক বাইক আরোহী বাইক চালিয়ে যাচ্ছিল সামনে থেকে আসা একটি প্রাইভেট গাড়ির সঙ্গে সংঘর্ষ হওয়ার আগেই প্রাইভেট গাড়ি রাস্তার ধারে চায়ের দোকানে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই গুরুতর আহত হয় ৫জন ব্যক্তি।
এর পরেই তড়িঘড়ি এলাকার স্থানীয় মানুষজন আহত ব্যক্তিদের নাকাশিপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এখন সেখানেই আহত ব্যক্তিরা চিকিৎসাধীন। এছাড়াও এলাকার লোকজনেরা জানান বাইক আরোহী কে বাঁচাতে গিয়েই এই ঘটনা ঘটে।