“রাসের থিম আমিই মা,আমিই মেয়ে” ঢাকাপাড়া বারোয়ারী মহিলাবৃন্দ

Social

নিউজ সোশ্যাল বার্তা,১৪ই নভেম্বর,২০১৯, প্রীতম ভট্টাচার্য: নজরকাড়া রাস উৎসবে মাতলো নদীয়া জেলার দৈয়েরবাজারে ঢাকাপাড়া বারোয়ারী মহিলাবৃন্দ।

যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন। সংসারের যাবতীয় কাজ সামলে বিভিন্ন মাটির মডেলের সাহায্যে তাদের দৈনন্দিন, সামাজিক ও পরিবেশ বিষয়ক ভাবনা তুলে ধরেছেন গ্রামের এই মহিলারাই আগামী প্রজন্মের কাছে।

এবছরেই প্রথম ২৫ থেকে ৬৫ সকল বয়সের মোট ১৩ জন সদস্য মিলে এরকম সমাজজীবন ও পরিবেশ সচেতনার বার্তা দিলো গ্রামের মানুষের কাছে।

বৃদ্ধাশ্রম থেকে গাছ লাগাও প্রাণ বাঁচাও আবার জল অপচয় রোধ থেকে জলঙ্গী নদী বাঁচানোর উদ্যোগ স্থান পেয়েছে তাদের রাস উৎসবের ভাবনায়। বৃদ্ধা থেকে ঘরের গৃহবধু কিশোরী থেকে মেয়ে হয়ে ওঠার গল্প সাজিয়েছেন তাদের পুজোয়।

গ্রামের মানুষ অবাক সংসারের কাজ সামলে তারা এত সুন্দর একটি বিষয় সবাইকে উপহার দেবে ভাবতে পারেননি । উদ্যোক্তাদের মধ্যে একজন বললেন “মেয়ের পেটেই তো মা জন্ম নেয়,তাই এই মেয়েরাই আমাদের গ্রামের গর্ব”।

শুধুমাত্র এলাকার নয় এলাকার বাইরের অনেক মানুষই তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ।

Facebook: News Social Barta 24×7

Whats app: 9434158779