নিউজ সোশ্যাল বার্তা: রানু মন্ডল নদীয়া জেলার রানাঘাট এর একটি সুপরিচিত নাম । কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় লতা মঙ্গেশকরের গাওয়া একটি গান গেয়ে রাতারাতি বিখ্যাত হয়ে যান তিনি । সাধারণ মানুষের পাশাপাশি গুণী শিল্পীরাও গায়িকার গানের প্রশংসায় করেছেন। হিমেশ রেশমিয়ার ডাকে একসময় পাড়ি দেন মুম্বাইতে ।
করোনা মোকাবিলায় বতর্মানে সারাদেশ জুড়ে চলছে লক ডাউন । ঘরবন্দি হয়েই রয়েছেন তিনিও । এলাকার গরিব-দুঃস্থদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি। পাশে পেয়েছেন পাড়ার কিছু ব্যক্তিকে । তাদের সঙ্গে হাত মিলিয়ে বাড়ি থেকেই রেশনের ব্যবস্থা করেছেন রানু দেবী । এলাকার গরিব-দুঃস্থদের চাল-ডাল-আলু বিতরণ করেন । এই প্রসঙ্গে রানু মন্ডল জানান , ঈশ্বর তাঁকে অনেক সাহায্য করেছেন। বতর্মান মহামারীর পরিবেশে মানুষের পাশে দাঁড়াতে চান তিনিও। সবাইকে করোনার সংকটকালে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান ।