রাস যাত্রা উদ্বোধনে নদীয়ার শান্তিপুরে বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে রাজ্যপাল

Social

নিউজ সোশ্যাল বার্তা, ১৩ই নভেম্বর ২০১৯,মলয় দে, নদীয়া:- সুপ্রাচীন, জগৎ বিখ্যাত শান্তিপুরের রাস শুরু হলো আজ থেকে। প্রায় ২৫০ বছর আগে বিজয় কৃষ্ণ গোস্বামী শান্তিপুরের রামগোপাল রামজীবন রামচরণ ও রামভদ্র খা চৌধুরী গোপীকান্ত দেবকে নিয়ে রাস উৎসব বা মেলার প্রবর্তন করেন। পরবর্তী বিভিন্ন গোস্বামী বাড়ি, তারও পরবর্তীতে বিভিন্ন বারোয়ারি অংশগ্রহণ করেন এই রাস উৎসবে।

সেই বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির ধর্মীয় গুরুত্ব অনুভব করে স্বস্ত্রীক রাজ্যপাল জাগদীপ ধনকার। শান্তিপুরের ঐতিহ্যপূর্ণ রাস যাত্রা সম্পর্কে তিনি যে অতি উৎসাহী , এবং আসার ইচ্ছা বহুদিনের, তা তার কথার মধ্যেই স্পষ্ট। স্থানীয় সাধারণ মানুষের সাথে সাবলীল ভাবে উৎসবে মাতোয়ারা হতে দেখা যায় তাকে, রীতিমতো ঢাকের বাদ্য বাজিয়ে শুভ উদ্বোধন করেন। তাঁত শাড়ির হাল-হকিকত জানতে উৎপাদন এবং বিপণন সম্পর্কে স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেন। উপস্থিত ছিলেন সাংসদ জগন্নাথ সরকার, বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য। রাজ্যপালের সফরসঙ্গী হওয়া এবং সাংসদ জগন্নাথ সরকারের সাথে মঞ্চে স্থানীয় বিধায়কের থাকা নিয়ে গুঞ্জন শুরু হলেও, বিধায়কের সাফ কথা, উৎসবমুখর দিনগুলিতে সকলের সঙ্গে খোলা মনে মেশার মধ্যে রাজনীতি খোজা, মানসিক সংকীর্ণতা ছাড়া আর কিছু নয়। স্থানীয় বিধায়ক হিসেবে রাজ্যপালের আগমন কে সম্মান প্রদর্শন করা নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে।

Facebook: News Social Barta 24×7