সাইকেলে বিশ্ব ভ্রমণ ! পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে কলকাতা থেকে আসাম

Social

মলয় দে, নদীয়া:- দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর থানার সুভাষগ্রামের বাসিন্দা রামপ্রসাদ নস্কর পেশায় পার্শ্বশিক্ষক। ১৯৯৮ সাল থেকে পরিবেশ সচেতনতা বার্তার প্রচারক। সমমনোভাবাপন্ন সাত বন্ধু মিলে ২০১০ সালে, দ্য গ্লোবাল কিং ফোর্স গঠন করেন। প্রতিজ্ঞাবদ্ধ হন জীবনে কখনো, পরিবেশ বান্ধব সাইকেল ছাড়া উঠবেন না দূষণ সৃষ্টি করা গাড়িতে। স্কুলে যাওয়া হোক বা নিমন্ত্রণ, বেড়াতে যাওয়া হোক বা চিকিৎসা ক্ষেত্রে ভরসা একমাত্র সাইকেল। বছরে বেশিরভাগ সময় সাইকেলের উপর পথেই কাটান বন্ধুরা, প্রায় প্রত্যেকটি রাজ্যের পলিউশন কন্ট্রোল বোর্ড এর সদর দপ্তরে পৌঁছেছেন তারা। যাওয়া-আসার পথে বিভিন্ন পরিবেশ প্রেমী সংস্থার সাথে বন্ধুত্ব হয়ে গেছে নিবিড়! তাই পথে বেরোলে থাকা খাওয়ার অভাব হয়না তাদের।

এবারের যাত্রাপথ কলকাতা থেকে আসাম। কলকাতা ,সারেঙ্গা , বাঁকুড়া, বড়জোড়া ,সাঁইথিয়া, ইংলিশ বাজার, হয়ে পৌঁছাবেন আসাম। গত মাসের ২৮ তারিখে বাড়ি থেকে বের হয়েছেন সকলে, পৌঁছানোর সম্ভাব্য তারিখ ২০ শে জানুয়ারি। তবে রামপ্রসাদ নস্কর একমাত্র পরিবার সদস্য মা অসুস্থ হওয়ার কারণে হিন্দপুর থেকে সোনারপুরের বাড়িতে ফেরেন! মার চিকিৎসা করিয়ে একটু সুস্থ হতেই আবারো বেরিয়ে পড়েন, বাকি বন্ধুদের, ধীরে সাইকেল চালানো, এবং তার গতিবেগ বৃদ্ধি এবং বিরাম বিশ্রামের সময় বাঁচিয়ে ইংলিশ বাজারে মিলিত হবেন বলেই আশাবাদী তিনি।

আজ শুক্রবার নদীয়া রানাঘাটের জাতীয় সড়কের উপর দিয়ে যাওয়ার সময় একান্ত সাক্ষাৎকার দিয়ে গেলেন আমাদের! সাথে প্লাস্টিক বর্জন, নদী বাঁচানো, জল অপচয় বন্ধ, গাছ লাগানোর মতো বেশ কিছু সচেতন বার্তাও।

নিউজ সোশ্যাল বার্তার পক্ষ থেকে জানাই কুর্নিশ।

Leave a Reply