মনীষীদের মূর্তি সংস্কারে নদীয়ার সেবামূলক সংস্থা

Social

সোশ্যাল বার্তা : বছরে একদিন বা দুইদিন মনীষীদের স্মরণ করা হলেও সারাবছরই অনাদরে পড়ে থাকে মনীষীদের মূর্তি। এবার সেই মনীষীদের মূর্তির জন্য অসাধারণ উদ্যোগ গ্রহণ করল নদীয়া জেলার কৃষ্ণনগরের সেবামূলক সংস্থা কৃষ্ণনগর ঐকতান। রবিবার কৃষ্ণনগরের ফোয়ারার মোড়ে স্বাধীনতা সংগ্রামী স্মরজিৎ বন্দ্যোপাধ্যায়ের মূর্তি সংস্কার করতে দেখা গেল।

(মূর্তি  পরিষ্কার করছে সদস্য)

সংস্থার সভাপতি অরিন্দম দেব জানান “শহরের বিভিন্ন প্রান্তে যে সমস্ত মনীষীদের মূর্তি রয়েছে সেগুলি সংস্কার করার কাজ পৌরসভার অনুমতি নিয়ে আমরা করছি। ডি এল রায়, স্বামী বিবেকানন্দ, বাঘাযতীন, হেমন্ত সরকার, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ ৮টি মূর্তি আমরা সংস্কার করেছি এখনও অবধি। এভাবেই বাকী মূর্তিগুলো সংস্কার করা হবে।

(মূর্তি  পরিষ্কার করছে সদস্য)

উপস্থিত ছিলেন সুজয় ঘোষ, অনুপ দেবনাথ,ডোনা মণ্ডল,রঞ্জন রায়, মলয় বসাক, অভিজিৎ মণ্ডল,দীপ রায় সহ সংস্থা’র সদস্যরা ও জলঙ্গি নদী সমাজের পক্ষে কৌশিক সরকার, দেবাঞ্জন বাগচী সহ অন্যান্যরা।

 

শহরের বিভিন্ন মূর্তি সংস্কার করায় খুশি কৃষ্ণনাগরিকেরা।

Leave a Reply