মলয় দে, নদীয়া :-গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে শুক্রবার সকাল থেকেই দর্শনার্থীদের ঢল নেমেছিল নদীয়ার মায়াপুর ইসকন মন্দিরে। হিন্দু শাস্ত্র অনুযায়ী ধর্মীয় রীতি-নীতি কে বজায় রেখে যাগ-যজ্ঞ সহ বিভিন্ন প্রকার শাস্ত্রীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি এই দিন একযোগে পাঁচ হাজার জন ভক্তবৃন্দ সম্পূর্ণ গীতা পাঠ করেন মন্দির প্রাঙ্গণে। গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে দেশ বিদেশ থেকে আগত হাজার-হাজার দর্শনার্থীদের সার্বিক সুরক্ষার দিকে নজর রেখে মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে সম্পূর্ণ মন্দির প্রাঙ্গণ ঘিরে রাখা হয়েছে নিরাপত্তার মোড়কে। পাশাপাশি করোনা বিপর্যয়ের কথা মাথায় রেখে সম্পূর্ণভাবে স্বাস্থ্য বিধিকে মান্যতা দিয়ে দর্শনার্থীদের মধ্যে সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে ইসকন মন্দির এর পক্ষ থেকে। এছাড়াও গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে এই দিন দর্শনার্থীদের জন্য মহাপ্রসাদ বিতরণ এর ব্যবস্থা করেছে ইসকন কর্তৃপক্ষ।
করোনা অতিমারির কারণে দীর্ঘকয়েক মাস ঘর বন্দী অবস্থায় কাটানোর পর মায়াপুর ইসকন মন্দিরে ঘুরতে এসে স্বাভাবিকভাবেই খুশির মেজাজ ফিরে পেয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা। পাশাপাশি বিশ্বব্যাপী এই মহামারীর প্রভাবে দীর্ঘদিন মন্দির বন্ধ থাকার কারণে ও দর্শনার্থীদের অভাবে কার্যত হোটেল ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল স্থানীয় হোটেল ব্যবসায়ীদের। একদিকে ২৫ শে ডিসেম্বর উপলক্ষে বড়দিন পালন, অন্যদিকে ইসকন মন্দিরের গীতা জয়ন্তী উৎসব। যার প্রভাবে দীর্ঘ কয়েক মাস পর এই দিন পুনরায় অগণিত দর্শনার্থীদের আগমন ঘটে মায়াপুরে। ফলে এতদিনের মন্দা বাজার কাটিয়ে এইবার নিজেদের হোটেল ব্যবসায় কিছুটা আশার আলো দেখতে পাবেন বলে মনে করছেন স্থানীয় হোটেল ব্যবসায়ীরা।