পটাশপুরে উদ্বোধন হলো মংলামাড়ো মেলা ! গণবিবাহ ও সামাজিক কর্মকাণ্ডই মেলার মূল আকর্ষণ 

Social

উদ্বোধন হলো ২১ তম মংলামাড়ো মেলা ! গণবিবাহ ও সামাজিক কর্মকাণ্ডই মেলার মূল আকর্ষণ

সোশ্যাল বার্তা : পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ নং ব্লকের মংলামাড়োতে মংলামাড়ো ঐক‍তান ক্লাবের পরিচালনায় র্বনাট‍্য শোভা যাত্রা সহকারে উদ্বোধন হলো মংলামাড়ো মেলা।

ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জলনের মধ‍্য দিয়ে মেলার উদ্বোধন করেন পটাশপুর বিধানসভার বিধায়ক উত্তম বারিক। এছাড়াও উপস্থিত ছিলেন কাঁথি ৩ নং পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, পূর্ব মেদিনীপুর জেলার বন ও ভূমি কর্মাধ‍্যক্ষ মৃনাল কান্তি দাস, পটাশপুর থানার আরোক্ষ আধিকারিক দীপক চক্রবর্তী, পটাশপুর ১ নং ব্লকের সভাপতি নমিতা বেরা, পটাশপুর ১ নং ব্লকের সহ সভাপতি পীযূষ কান্তি পন্ডা,চিকিৎসক বাদল অশ্রু ঘাটা, মেলা কমিটির কর্মকর্তা সেখ আব্দুল আহাদ আলি, মেলা কমিটির কর্মকর্তা মুক্তি রঞ্জন বেরা প্রমুখ।

এই মেলা এবছর ২১ তম বর্শে প্রর্দাপন করলো। মেলা চলবে ৮ দিন ধরে,মেলার কদিন থাকছে গন বিবাহ ও নানান সংস্কৃতি অনুষ্ঠান ও সমাজসেবা মুলক কর্মসূচি।মেলা কমিটির কর্মকর্তা আব্দুল আহাদ আলি ও মুক্তি রঞ্জন বেরা জানান এবছর প্রবল বন‍্যায় ভেসে ছিল পটাশপুরের বিভিন্ন এলাকা সেই বন‍্যায় ভেসে ছিল মংলামাড়ো এলাকার বিভিন্ন গ্রাম, আশ্রয় হারিয়ে সাধারণ মানুষ স্থান নিয়েছিল ত্রাণ শিবেরে সেই সমস্ত বিপদ কাটিয়ে মানুষ এখন ফিরেছে স্বাভাবিক ছন্দে তবু সহায় সম্বল হারানো মানুষ গুলোর মন আজও ভরাক্রান্ত তাই সেই সকল মানুষের মনে আনন্দ দেওয়ার জন্য এই মেলার আয়োজন করেছি। আরো জানান এবছর মেলা মঞ্চ থেকে বন‍্যায় ক্ষতিগ্রস্থ মানুষের হাতে সাহায্য তুলে দেওয়া হবে এছাড়াও থাকছে গন বিবাহ ও দুস্থ ব‍্যক্তিদের শীত বস্ত্র বিতরণ ও নানান সমাজসেবা মুলক কাজ।

Leave a Reply