মলয় দে, নদীয়া :- সাধারণ ভাবে অনেকেই বলে থাকেন যার কোনো গুন নেই তার নাম বেগুন , কিন্তু সে যাই হোক সম্পূর্ণ ব্যাক্তিগত উদ্যোগে নদীয়ার শান্তিপুর সুত্রাগর কে বি সাহা স্ট্রিটের বাসিন্দা ও তন্তু সরঞ্জাম ব্যাবসায়ী অনিল বাবু তার নিজ বাড়ির ছোট্ট ছাদ বাগানে বেগুন , উচ্ছে , টমেটো সহ আরো বেশ কয়েক প্রকার সবজির চাষ করেছেন , তার মধ্যে অন্যতম অবশ্যই বেগুন । ছাদের ওপর টবে বেগুনি রঙের বেগুন ও সাদা বেগুনের উৎপাদন হয়েছে পর্যাপ্ত পরিমাণে । এমনকি প্রতিবেশীদের উদ্দেশ্যে বিতরণ করার পরও শান্তিপুরের রাস যাত্রা অনুষ্ঠানে সেগুলো কয়েকটি গোস্বামী বাড়ি পর্যন্তও চলে এসেছে এমনটাই সূত্রের খবর।
সারাদিনের কর্মব্যস্ততার মাঝে গাছ ও প্রকৃতি প্রেমী অনিল বাবু সকাল ও বিকালে দিকে ঘণ্টা দুয়েক সময় বের করে শুরু করেন ফসল উৎপাদনের কর্মযজ্ঞ । ছোট্ট থেকে অরণ্য ও প্রকৃতিকে ভালোবেসেই তার এমন উদ্যোগ -এমনটাই জানাচ্ছেন আমাদের সংবাদ মাধ্যমকে । বেগুনের সাথে রয়েছে টমেটো , লঙ্কা , উচ্ছে ও অন্যান্য ফুল ফলের গাছ আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে । আগামীতে, বিভিন্ন ফলের বাগান তৈরি করতে আগ্রহী বলে জানান অনিল বাবু।