আজ আন্তর্জাতিক দমকলকর্মী দিবস ! জানুন বিস্তারিত

Social

মলয় দে নদীয়া:- ১৯৯৮ সালের ২রা ডিসেম্বর অস্ট্রেলিয়ায় আগুন লাগে গভীর অরণ্যে। দাবানল রুখতে সে দেশের সরকার ব্যর্থ হওয়ার পর সাহায্য চান গিলং ওয়েস্ট ফায়ার বিগেট এর কাছে। পাঁচজন দমকলকর্মী মৃত্যু অনিবার্য জেনেও আগুনের মধ্যে প্রবেশ করে নিয়ন্ত্রণে আনেন প্রাণের বিনিময়ে। সেই থেকে। ঠিক তার পরের বছর ১৯৯৯ সালে চৌঠা মেয়ে ঘোষিত হয় আন্তর্জাতিক দমকলকর্মী দিবস। ৫ সেন্টিমিটার লম্বা ১ সেন্টিমিটার চওড়া একটা ফিতে বা রিবন যার রং লাল এবং নীল সেটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। লাল এর অর্থ হচ্ছে আগুন নীল এর অর্থ হচ্ছে জল। ৩০ সেকেন্ড সাইরেন বাজিয়ে সকল শহীদ দমকল কর্মীদের শ্রদ্ধা জানানো হয়।

তবে ভারতের ক্ষেত্রে ১৯৪৪ সালের ১৪ই এপ্রিল মুম্বাইয়ের ভিক্টোরিয়া ডকে চৌদ্দশ টন বিস্ফোরক আগুন ধরে তেরোশো লোক মারা যান এবং ৮০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েন। সেই দিনকে স্মরণে রেখে জাতীয় অগ্নি নির্বাপন দিবস পালিত হয় এরাজ্যের ১৪৪ টি দমকল কেন্দ্রে, জন্মদিন নদীয়ার নটিও অন্তর্ভুক্ত ।

বিশেষ সূত্র অনুযায়ী জানা যায় গত দু’বছর করো না পরিস্থিতির কারণে সমস্ত রকম অনুষ্ঠান বন্ধ থাকার পর এ বছরে সরকারি এক নির্দেশে পাঁচই মে থেকে ৫ ই জুন পর্যন্ত একমাস যাবত পালিত হবে বিভিন্ন কর্মসূচি। এ বিষয়ে আগামীকাল কলকাতায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা আয়োজন করেছে রাজ্য দমকল দপ্তর ।

Leave a Reply