যুবক ও যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার এলাকায় চাঞ্চল্য

Social

দেবু সিংহ,মালদাঃ-মাত্র ১৫ দিনের ব্যবধানে একই এলাকায় থেকে দুই জোড়া যুবক ও যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি মালদহের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের গৌরিপুর এলাকায়।

জানাগেছে,মাত্র ১৫ দিন পূর্বে কুশিদা গ্রাম পঞ্চায়েতের নসরপুর এলাকার বাসিন্দা তুতেন সিংহের মেয়ে নিরূপা সিং এবং ওই এলাকার বাসিন্দা দুলাল সিংহের ছেলে পবিত্র সিংহের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এমনিতেই শোকাচ্ছন্ন হয়ে রয়েছে গোটা এলাকা। আর সেই ঘটনার ঠিক ১৫ দিন কাটতে না কাটতেই বৃহস্পতিবার সকালে কুশিদা গ্রাম পঞ্চায়েতের গৌরীপুর এলাকায় একটি গাছের ডালে যুগলের ঝুলন্ত মৃতদেহ নজরে আসতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত প্রাতঃভ্রমণে বেরিয়ে এলাকাবাসীর নজরে আসে বরল গাছের মধ্যে ঝুলে থাকতে দেখে যুবক-যুবতীর দেহ। ঘটনাটি চাউর হতেই ঘটনাস্থলে ভিড় জমাতে থাকে এলাকাবাসীরা। জানা গিয়েছে একটি ওড়নার এক প্রান্তে যুবতী,আরেক প্রান্তে যুবক ঝুলন্ত অবস্থায় রয়েছে।এলাকাবাসীর অনুমান প্রেম সংক্রান্ত কারণেই এই ঘটনা বলে মনে হলেও কি কারণে মৃত্যু তা বলতে পারেননি তারা। আসল ঘটনা তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা হরিশ্চন্দ্রপুর এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।

পুলিশ যুগলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন বলে খবর।

পুলিশ সূত্রে জানা গেছে,মৃত যুগলের মধ্যে যুবকের নাম বিষ্ণু সিংহ(২৫)! বাড়ি বিহার রাজ্যের আজম নগর থানার তামাবাড়ি এলাকায় এবং যুবতীর নাম গীতা সিংহ(১৮)। বাড়ি হরিশ্চন্দ্রপুর১ নং ব্লকের কুশীদা গ্রাম পঞ্চায়েতের নসরপুর গ্রামে।

মৃত যুবতী গীতা সিংহের দিদি জালাতন সিংহ জানান প্রায় দশদিন আগে গ্রামে পুজো অনুষ্ঠান দেখতে দিদির বাড়িতে ঘুরতে আসে। গতকাল সন্ধ্যা সাতটার সময় বাথরুমে গিয়ে আর ফিরেনি। সারারাত খোঁজাখুঁজির পর সকালে বাড়ির নিকটে বরল গাছে ঝুলন্ত অবস্থায় থাকার খবর পেয়ে ছুটে যায়। মৃত যুবকটির সঙ্গে তার বোনের কোনো প্রেমের সম্পর্ক ছিল না বলে জানান। কেনো আত্মহত্যা করেছে তা ভেবে পাচ্ছে না পরিবারের লোকেরা।

মৃত যুবকের জাইমবাবু সুন্দর সিংহ জানান তাদের মধ্যে প্রেমের সম্পর্ক খবর কেউ জানে না। কেনো তারা আত্মহত্যা করেছে কেউ জানে না।

এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া।

Leave a Reply