জল বাড়ছে কুলিকে, রায়গঞ্জের দুই স্কুলে ত্রান শিবির খুললো পুরসভা

Social

রায়গঞ্জঃ কুলিক নদীর জল বেড়ে যাওয়া এবং একটানা বৃষ্টির জেরে রায়গঞ্জে ঘর ছাড়া প্রায় ১০০০ পরিবার৷ রায়গঞ্জ পুরসভার পক্ষ থেকে শহরের দুই স্কুলে খোলা হয়েছে ত্রান শিবির৷ শক্তিনগর, কুমারডাঙি ও রমেন্দ্রপল্লী এলাকার কিছু অংশ জলমগ্নহয়ে পড়েছে। ত্রান শিবিরে পানীয় জল, বিদ্যুতের ব্যবস্থা করছে পুরসভা। এদিকে কুলিকের বাঁধে, রেল লাইনের উপরে অস্থায়ী তাবু টানিয়ে আশ্রয় নিয়েছেন আরও কিছু পরিবার। গত কয়েকদিন ধরেই কুলিক নদীর জল ক্রমশ বেড়েই চলেছে। ঘর ছেড়ে ইতিমধ্যেই বহু মানুষ কুলিকের বাঁধে আশ্রয় নিয়েছেন। সেখানেই গবাদি পশুদের সাথে নিয়ে কোনওরকমে দিন কাটাচ্ছেন তাঁরা। এদিকে বুধবার থেকে রায়গঞ্জ পুরসভার আট নম্বর ওয়ার্ডের শক্তিনগর এলাকায় জল ঢুকতে শুরু করেছে। শুক্রবার সকালের একটানা বৃষ্টিতে জলের পরিমাণ আরও বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ বাসিন্দারা। ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানিয়েছেন, এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই জল ঢুকে গিয়েছে। আসবাব ও জরুরি সামগ্রী নিয়ে একে একে এলাকা ছেড়ে ত্রান শিবিরের দিকে রওনা হচ্ছেন এলাকার বাসিন্দারা। এদিকে জলস্তর বাড়তে থাকার কারণে তৎপরতার সাথে শহরের মোহনবাটি হাইস্কুল ও উকিলপাড়ার রামকৃষ্ণ স্কুলে ত্রান শিবির খুলেছে পুরসভা। ঘরছাড়া দুর্গতদের থাকার ব্যবস্থা করা হচ্ছে শহরের এই দুই স্কুলে। সেখানে পানীয় জল সহ অন্যান্য পরিষেবা দেওয়ার জন্য বন্দোবস্ত শুরু করেছে পুরসভা। ৮ নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের প্রায় সকল বাসিন্দাকেই অন্যত্র সরিয়ে নিতে হচ্ছে। রমেন্দ্রপল্লী ও কুমারডাঙি এলাকার কিছু বাসিন্দাকে সরানো হচ্ছে।

Leave a Reply