গাঁদা ফুল চাষ করে লাভবান হচ্ছেন চাষিরা

Social

দেবু সিংহ, মালদাঃ– মালদহের হবিবপুর ব্লক মূলত কৃষি কাজের উপর নির্ভরশীল ধান, পাট, ও সরষে চাষের সাথে সাথে।হবিবপুর ব্লকের ঝিনঝিনি পুকুর এলাকায় এক ব্যাক্তি গাঁদা ফুল চাষ করছেন। অভিমন্যু তরফদার নামে এক ব্যাক্তি প্রায় পাঁচ বছর ধরে গাঁদা ফুলের চাষ করেও লাভের মুখ দেখছেন। প্রায় পাঁচ বছর ধরে গাঁদা ফুল চাষ করছেন তার ইচ্ছে ফুলের বাগান বানানো। তিনি নিজেও বুঝতে পারেননি তার এই সখের বাগান এখন তার উপার্জনের পথ হয়ে দাড়াবে।

নিজের জমি বলতে রয়েছে শুধু তার নিজের বাড়ি অন্যের জমি লিজে নিয়ে এবছর তিনি দেড় বিঘা জমিতে গাঁদা ফুল চাষ করছেন আরো দেড় বিঘা জমিতে গাঁদার চারা লাগিয়েছেন।

অভিমন্যু তরফদার বলেন অন্যান ফসল চাষের চেয়ে গাঁদা ফুল চাষে লাভের পরিমান অনেক বেশি গাঁদাফুল চাষে খরচ অনেক কম জৈব সার আর কিছু রাসায়নিক সার ব্যাবহার করে হয়ে যায়। এখন প্রতিদিন ৩০ থেকে ৪০ কেজি ফুল বাজারে পাঠাচ্ছি। বর্তমানে ফুলের দাম ২০ থেকে ৩০ টাকা কেজি তবে অনেক সময় আরো দাম হয়ে যায়১০০ টাকা প্রতি কেজি। বর্তমানে লোকাল বাজার আইহো বুলবুলচন্ডীতে দিচ্ছি এই ফুল কখনও কখনও মালদা বাজারেও দিয়ে আসি। অন্যান্য চাষের চেয়ে গাঁদা ফুল চাষে লাভ অনেক বেশি এখন বর্তমানে এই এলাকায় তিন চার জন এই ফুলের চাষ শুরু করেছেন।

Leave a Reply