মলয় দে, নদীয়া:-বিদ্যালয়ের পড়াশোনার চাপ, গান, নৃত্য ছবি আঁকা সহ নানা বিষয়ে অভিভাবকদের অতি উৎসাহ দেখা গেলেও, লং জাম্প , শট পুট ,হাইজাম্প, যেমন খুশি সাজো, মিউজিক্যাল চেয়ার এ ধরনের প্রতিযোগিতা বিদ্যালয় ব্যতীত অন্য কোথাও খুব একটা দেখতে পাওয়া যায় না, তাই স্বভাবতই বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতার দিকে মাঝে থাকে ছাত্র-ছাত্রীদের। ১২৮৫ জনের মধ্যে প্রায় ৩৫০ জন বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন।
বার্ষিক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য, বিদ্যালয় প্রধান শিক্ষক নীলাভ প্রামানিক, খেলার শিক্ষক কানাই বিশ্বাস, পরিচালন কমিটির সভাপতি রেজাবুল শেখ সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা । প্রধান শিক্ষক জানান অন্যান্য ১২ টি বিষয়ের উপর এই প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় জোনাল জেলা রাজ্য এভাবে খেলার সুযোগ পাবে।
সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে ক্রীড়া শিক্ষক জানান বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সংখ্যা খুবই কম হওয়ায় বিদ্যালয় কোন ব্যবস্থা এই মুহূর্তে না থাকলেও সর্বশিক্ষা থেকে সার্কেল অনুযায়ী প্রতিবছর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা।
বিধায়ক অরিন্দম ভট্টাচার্য্য জানান বিধায়ক কোটা ছাড়াও বিদ্যালয় ভবন নির্মাণের জন্য বাড়তি সুযোগ সুবিধা অতীতেও দিয়েছি, আগামীতে প্রচেষ্টায় আছি নতুন কিছু উপহার দেওয়ার জন্য।