পাঁশকুড়া পৌরসভার বার্ডলি বার্ড হাইস্কুলে “দুয়ারে সরকার” ক্যাম্প

Social

সোশ্যাল বার্তা : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়ের ” দুয়ারে সরকার “প্রকল্পের প্রথম দিনই পাঁশকুড়া পৌরসভার অন্তর্গত বার্ডলি বার্ড হাই স্কুলে প্রকল্পটির ক্যাম্পেইনিং খতিয়ে দেখতে সরেজমিনে উপস্থিত হলেন পূর্ব মেদিনীপুর জেলার ডিএম বিভু গোয়েল, এসডিও প্রণব গুই, পাঁশকুড়া থানার ওসি অজয় মিশ্র। ক্যাম্প টি ঠিকভাবে পরিচালনার জন্য থানার পক্ষ থেকে বেশকিছু পুলিশ নিয়োগ করা হয়েছে।
এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কন্যাশ্রী, ঐক্যশ্রী, রুপশ্রী, তপশীলি ,আদিবাসী এবং ওবিসি,জয় জোহার তপশীলি বন্ধু পেনশন প্রকল্প,কৃষকবন্ধু প্রকল্প, স্বাস্থ্য সাথী, খাদ্যসাথী সহ মোট ১১টি প্রকল্পের পরিশেবা দেওয়া হবে।
উক্ত ক্যাম্পে সেল্ফ হেল্প গ্রুপ এর মহিলারা নিজেদের হস্তশিল্প প্রদর্শন করেন, এছাড়াও লোকশিল্পীদের তারা একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
।ঐ কর্মসূচিটি উদ্বোধন ও সভাপতিত্ব করেন পাঁশকুড়া পৌরসভার চেয়ারম্যান নন্দকুমার মিশ্র, উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম খান, এলাকার কাউন্সিলর, ও পৌরসভার আধিকারিক বৃন্দ।

Leave a Reply