বিশ্ব এইডস দিবসে নাগরিক সচেতনতায় জাতীয় সেবা প্রকল্পের পড়ুয়ারা

Social

সোশ্যাল বার্তা : বিশ্ব এইডস দিবসে নাগরিক সমাজকে এইডস থেকে সুর়ক্ষিত রাখতে  সচেতনতামূলক বার্তা জনগণের কাছে পৌঁছে দিতে হাজির হলো মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ ব্লকের বহড়াগাছি হাই স্কুলের জাতীয় সেবা প্রকল্প ইউনিট এবং পশ্চিমবঙ্গ সরকারের অনুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। মঙ্গলবার তাদের যৌথ উদ্যোগে ধুলিয়ান শহরে একটি সচেনতামুলক র‍্যালী এবং পথসভার আয়োজন করা হয়।

এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিদ‍্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ হালদার, জাতীয় সেবা প্রকল্পের  প্রোগ্রাম অফিসার অনুপ কুমার দাস সহ স্থানীয় কাঞ্চনতলা জে ডি ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই মাসুদ রহমান ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাগণ। অনুপনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে র‍্যালীতে অংশগ্রহণ করেন এই আইভি সেলের কাউন্সিলর ভীম রায় এবং বিশ্বজিৎ পাল সহ অন‍্যান‍্য আধিকারিকগণ। এইডস রোগের সংক্রমনকে প্রতিরোধ করতে বিভিন্ন ধরনের পন্থা সম্পর্কে পথ সভায় আলোচনা করা হয়।

 

শিক্ষাপ্রতিষ্ঠানের এহেন উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা।

Leave a Reply