কল্যাণী ইউনিভার্সিটির উপাচার্যের কাছে তৃণমূল ছাত্র পরিষদের তরফে স্মারকলিপি জমা

Social

রমিত সরকার , নদীয়া : কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজ গুলিতে বহিরাগত দের আনা গোনা রুখতে এবার উদ্যোগী হলো নদীয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদ।

আজ সেই মর্মে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মানষ কুমার সার্ন্যালের সঙ্গে সাক্ষাৎ করলের নদীয়া উত্তর ও দক্ষিণ সাংগঠনিক জেলার তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বগন। গতকাল নদীয়া জেলার উত্তরের সভাপতি সম্রাট পাল, দক্ষিণের সভাপতি রাকেশ পাড়ুই, বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ ছাত্র নেতা অম্বর মজুমদার, রানাঘাট মহকুমার সভাপতি ধীমান ভট্টাচার্য্য ও নদীয়া জেলা উত্তর তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি আশিষ ঘোষ । উপাচার্যের সাথে কথা বলে একটি স্মারকলিপিও দেন। তাদের সঙ্গে রেজিষ্টারের ও কথা হয়।

রাকেশ পাড়ুই বলেন ‘কলেজ গুলিতে বহিরাগতদের প্রবেশ বেরেই চলছে। আমরা চাই কলেজ কেম্পাসে প্রকৃত ছাত্র ছাত্রীরাই যাতে থাকে। বাইরের লোকেদের প্রবেশ বন্দহোক’। সম্রাট পাল জানান ‘আমরা মূলত কলেজ গুলোর সমস্যা নিয়ে বলতে এসেছি। সাধারণ ছাত্র ছাত্রীদের সাহায্য করা আমাদের কহতব্য। তাদের হয়ে কাজ করাই টিএমসিপির কর্ম। তাই বহিরাগত দের কলেজ গুলো থেকে দুরে রেখে সুষ্ঠ পঠন পাঠনের পরিবেশ রাখতে উদ্যোগী হয়েছি’।

Leave a Reply