পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট জুয়েল স্টার ক্লাবের পরিচালনায় ২৮ তম বর্ষে সার্বজনীন শ্রী শ্রী নারায়ণ পুজা উপলক্ষ্যে খুটি পুজোর আয়োজন করা হয়।
এই পুজোর এবছরের থিম রাজ দরবারে নারায়ন। মন্ডপ তৈরির পরিকাঠামো বাঁশ বেত, চট দিয়ে তৈরি হবে এই মন্ডপ। পুজোর কদিন থাকছে যাত্রা অনুষ্ঠান ও নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাব কর্মকর্তা জানান
পুজোর বাজেট রয়েছে এবছর প্রায় ৬ লক্ষ টাকা।
এই পুজো দেখতে ভিড় করবেন এলাকার অসংখ্য মানুষ আশাবাদী ক্লাব সদস্যরা। খুটি পুজো উপলক্ষ্যে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলে সম্পাদক সৈকত মাইতি, সহ সভাপতি প্রদীপ মাইতি, উৎসব কমিটির সম্পাদক চন্দন রাউৎ, সদস্য বাপুন রাউৎ,পল্টু রাউৎ,দেবু দাস,ভিম দাস,শানু পাত্র,গোবিন্দ দাস, সিন্টু রাউৎ, কালি পয়ড়া,বাবু দাস সহ অন্যান্যরা।