সোশ্যাল বার্তা : নদীয়া জেলার কৃষ্ণনগর মৃৎশিল্পের জন্য পৃথিবীজুড়ে সমাদৃত। শহরের ঘূর্ণি পুতুল পট্টিসহ একাধিক জায়গায় হয় মাটির বিভিন্ন রকমের কাজ। সারা বছর ধরে মৃৎশিল্পীরা ব্যস্ত থাকেন বিভিন্ন রকম মডেল, প্রতিমা তৈরির কাজে। মাটির কাজের জন্য অনেক শিল্পী পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার ।
করোনা পর থেকে এখনো সাবলীল নয় মৃৎশিল্পের ব্যবসা। দুর্গা পুজোর সময়ও খুব বেশি প্রতিমা তৈরি করেননি অনেকেই কারণ চাহিদা নেই। তবে অন্যান্য বছরের মতো এ বছরও কিছু কিছু ছোট প্রতিমা কৃষ্ণনগর থেকে দেশের বাইরে গেছে।
কালীপুজোর সময় শহরের বেশিরভাগই বড়বড় কালীপ্রতিমা তৈরি হয়। তবে এবার ৯ ইঞ্চি জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করলেন কৃষ্ণনগরের ঘূর্ণির বাসিন্দা রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী তড়িৎ পাল ।
তিনি জানান সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি হয়েছে এই মূর্তিটি। তবে সুক্ষ শিল্পকর্ম, তাই একটু বেশি সময় লেগেছে। শিল্পীর শিল্পগুণে সমৃদ্ধ হয়েছে কৃষ্ণনগরের মৃৎশিল্প তা বলাই বাহুল্য ।