কৃষ্ণনগরে উদযাপন হলো আন্তর্জাতিক পুরুষ দিবস 

Social

মলয় দে, নদীয়া:- “ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে” কবির এই উক্তিটি বা “বিশ্বপিতা তুমি হে প্রভু” গানের লাইনটি আজকের দিনে বিশেষ তাৎপর্যপূর্ণ।

সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন গণমাধ্যমে ৮ই মার্চ বিশ্ব নারী দিবসের কথা সকলেরই জানা! কিন্তু ১৯শে নভেম্বর “আন্তর্জাতিক পুরুষ দিবস” হিসেবে কতটুকুই বা জানি আমরা ? অথচ মাতৃজঠরে জন্ম নেওয়ার পরও অন্য কোন মহিলার দ্বারা মিথ্যা মামলা, নিপীড়িত শোষিত হওয়ার পর বছরে আমাদের দেশে ৯৮০০০ পুরুষ আত্মহত্যা করেন! শুধু তাই শ্রীলতাহানি সংক্রান্ত মামলার ৭৩.৮শতাংশ এবং বধূ নির্যাতনের ৮০ শতাংশ মামলা মিথ্যে বলে প্রমাণিত হয়েছে এমনটাই কেন্দ্র সরকারের এনসিআরবি রিপোর্ট অনুযায়ী বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গে পুরুষদের অধিকার নিয়ে কাজ করা সংস্থা “অভিযান”।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন কানাডা, ভারত,পাকিস্তান, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড সিঙ্গাপুর, কানাডা, ডেনমার্ক ,অস্ট্রিয়া ,সুইডেন, কিউবা সহ সারা বিশ্বে প্রায় ৭০টিরও বেশি দেশে আজকের দিনে পালিত হয় “আন্তর্জাতিক পুরুষ দিবস”।
আজ নদীয়া কৃষ্ণনগর সদর মোড়ে অভিযান সংস্থার পক্ষ থেকে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক বিতরণ এর সাথে অত্যাচারিত পুরুষদের একত্রীকরণ এবং সাধারণ জনগণের মধ্যে জনমত গড়ে তোলার জন্য একটি সভা আয়োজিত হয়। লিফলেট বিলি এবং মাইকে বক্তব্যের মধ্যে দিয়ে তাদের বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের যোগাযোগ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার প্রচার করা হয়।

নারী জাতির প্রতি সম্মান জানিয়ে অভিযান সংস্থার পক্ষ থেকে জানানো হয় লিঙ্গ ভেদে নিরপেক্ষ আইন প্রণয়ন, বধূ নির্যাতন শ্রীলতাহানি ধর্ষণের আইনের অপব্যবহার সম্পর্কে সচেতন হওয়ার সময় এসেছে। তাই সমগ্র পুরুষ সমাজকে একত্রিত এবং সংগঠিত হতে হবে অত্যাচারের শিকার হয়ে আত্মহত্যার হাত থেকে পুরুষ শ্রেণীকে বাঁচাতে।

Leave a Reply