মলয় দে, নদীয়া :-নদীয়া শান্তিপুর শহরের ১২ নম্বর ওয়ার্ডের কাঁসারিপাড়ার ৭৫ বছর বয়স্ক কাশীনাথ কংস বণিক তার সমগ্র কর্মজীবনে পেশাগত কাঁসারি শিল্পের সব রকম কাজ শিখেছেন তার বাবার কাছ থেকেই।
পুত্র সন্তান না থাকায় দুই বোন বর্ণালী প্রামানিক কংসবণিক এবং তার বোন বাবা কাশিনাথ বাবুর কাছ থেকে দেখতে দেখতে শিখে গেছেন অনেকটাই। বর্ণালী দেবীর বিবাহ হয়ে যাওয়া সত্ত্বেও পুজোর আগে এই বিশেষ দিনগুলোতে বাবার সহযোগিতা করতে পৌঁছাতে হয় প্রতিবার।বাবা পালিশের কাজ করার পর আঁকার কাজ তিনি সম্পন্ন করেন।
শুধু শান্তিপুর নয় বাইরের বিভিন্ন কালি ঠাকুরের গলার মুন্ডু মালা, হাতের ,খর্গ মুণ্ড, পিতল বা অন্য যে কোন ধাতুর উপর আঁকতে ব্যস্ত তিনি। অথচ ছোটবেলা থেকে কোনদিনই আঁকা শেখেননি তিনি। বাবার পাশে থেকে এমন সহযোগীতা করা সত্যি প্রশংসার দাবী রাখে ।