অভাব প্রতিভার কাছে হার মানলো ! মাটির বাড়ি থেকে সু্যোগ পেলেন ভারতীয় ক্রিকেট টিমে

Social

সোশ্যাল বার্তা : পুর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত জামিত্যা গ্ৰামের দয়ানন্দ গরানি মাটির বাড়ি থেকে সু্যোগ পেয়ে গেলেন ভারতীয় সিনিয়র ক্রিকেট টিমে। ভারতীয় দলের সাথে অস্ট্রেলিয়া সফরে উড়ে গেলেন। এবারে আইপিএল এ কিংস ইলেভেন পাঞ্জাব টিমে ও বিগত প্রায় পাঁচ বছর ধরে অন্ধপ্রদেশ রঞ্জি টিমে তার লাগাতার ভালো পারফরম্যান্স এই সুযোগ এনে দেয়। তার এই যাত্রাপথ মোটেও সহজ ছিল না। মাটির বাড়িতে থেকেও অদম্য ইচ্ছাশক্তি আর খেলার নেশা আজ তাকে এই জায়গায় পৌঁছে দিয়েছে।এইরকম একটা গ্রামীণ পরিবেশে থেকে ভারতীয় টিমে জায়গা করে নেওয়া টা শুধু কঠিন কাজ নয় যে কারো জীবনে একটা বড় চ্যালেঞ্জ। আর এই সাফল্যের পেছনে যাদের গুরুত্ব অপরিসীম তারা হলেন কোলাঘাটের ডা: মলয় পাল, ও ক্রিকেট প্রশিক্ষক কৌশিক ভৌমিক,
কোলাঘাট সামাজিক সেবা সমিতির পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী ও সমিতির সম্পাদক আবিদার মল্লিক কোলাঘাট সহ সারা পশ্চিমবঙ্গের গর্ব দয়ানন্দকে শুভেচ্ছা জানাতে তার বাড়িতে গিয়ে তাঁর বাবা ও মায়ের হাতে পুষ্পস্তবক এবং মিষ্টি তুলে দিলেন। তিনি বলেন তিনি সব রকম ভাবে তাদের পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন।

Leave a Reply