মলয় দে, নদীয়া :- মৃৎ শিল্পীদের কথায়, যথেষ্ট ব্যয়সাপেক্ষ দুর্গাপুজোর পর অনেকেই বিরত রয়েছেন কালীপুজো থেকে। তবে দুর্গা ঠাকুরের আকারগত পরিবর্তন দেখা গেলেও কালী প্রতিমার ক্ষেত্রে কিন্তু সে ধরনের পরিবর্তন হয়নি। বৃষ্টির কারণে লক্ষ্মী প্রতিমা বানাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিলো। এক্ষেত্রে কালী মূর্তি বানাতে মেঘমুক্ত নির্মল আকাশ এবং পর্যাপ্ত রোদ অনেকটাই দুশ্চিন্তা মিটিয়েছে।
স্থানীয় অর্ডার অনুযায়ী মৃৎশিল্পীরা রংয়ের কাজে হাত লাগাননি এখনও। তবে দূরের প্রতিমা নির্মাণের সম্পূর্ণ হয়েছে সমস্ত কাজ। এমনকি কলকাতা বা জেলার বাইরে অন্যত্র দূরের পথে পা বাড়িয়েছেন কালিমা।
নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুরের মৃৎ শিল্পীদের হাতের কাজ নজর কাড়ে রাজ্যের মধ্যে। তাই বিভিন্ন প্রান্তের লোকেরা ছুটে আসেন এখানকার মাটির কাজের শিল্পকর্মের নিদর্শন নিয়ে গিয়ে নিজের এলাকায় সুনাম বৃদ্ধি জন্য।