সোশ্যাল বার্তা : সমকাজে সমবেতনের দাবী,চাকুরীর নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে গতকাল ১২টা থেকে ২টো পর্যন্ত প্রতিকী কর্মবিরতিতে সামিল হলো নদীয়া জেলার বিভিন্ন প্রান্তের রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন এর অস্থায়ী কর্মীরা। মঙ্গলবার জেলার করিমপুর,কৃষ্ণগঞ্জ ,নাকাশিপাড়া শান্তিপুর সহ একাধিক জায়গায় পোস্টার হাতে নিয়ে কর্মবিরতি সামিল হলেন হাসপাতালে ও অফিসে কর্মরত অস্থায়ী কর্মচারীরা। ওয়েস্টবেঙ্গল ন্যাশনাল হেলথ মিশন জয়েন্ট অ্যাসোসিয়েশন এর উদ্যোগে বিভিন্ন জায়গায় সুপার ও ব্লক স্বাস্থ্য আধিকারিক এর হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি ।
আন্দোলনকারীরা জানান, স্বাস্থ্য দপ্তরে কর্মরত অস্থায়ী কর্মচারীদের বিশেষ সুযোগ-সুবিধা, চাকুরী স্থায়ীকরণ ও বেতন কাঠামোর পুনঃবিন্যাস ,করোনায় মৃত স্বাস্থ্যকর্মীদের পরিবারের একজনের চাকরি সহ একাধিক বিষয়ের সুরাহা পেতে এই প্রতিকী কর্মবিরতি।