মলয় দে, নদীয়া:- মানবিকতার আরেক পরিচয় শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চের। দীর্ঘ ৭ ঘন্টা মাটিতে পড়ে থাকা অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করল শান্তিপুর করোনা প্রতিরোধ মঞ্চের সদস্যবৃন্দ। ঘটনাটি নদীয়ার শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১২ নম্বর ওয়ার্ডের পটেশ্বরী স্ট্রিটের, উল্লেখ্য সাধনা গাঙ্গুলী বয়স ৭০ বছর। তিন সদস্যের নিজ বাড়িতে তার বোনের গত দুদিন আগে তিনদিনের জ্বরে লালা রস পরীক্ষা করলে করোনা পজিটিভ ধরা পড়ে বর্তমানে তিনি কৃষ্ণনগর কোভিড হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল সকাল দশটা নাগাদ সাধনা গাঙ্গুলী শারীরিক অসুস্থতার কারণে হঠাৎই বাড়ির তুলসী মন্দিরের পাশে মুখ থুবড়ে পড়ে যায়। ভাগ্নে সৌভিক ভট্টাচার্য্য বাড়ির একমাত্র ছেলে, কিন্তু অপারেশন জনিত কারণে তার মাসিকে তুলতে সক্ষম হয়নি। বাড়ির আর দুজন সদস্য তাদেরও বার্ধক্য এবং বয়স সংক্রান্ত শারীরিক অবস্থা খুবই খারাপ। যার কারণে হাসপাতালে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে ওঠেনি। ভাগ্নে সৌভিক ভট্টাচার্য একাধিকবার হাসপাতাল ও প্রশাসনিক কয়েকটি জায়গায় এবং আত্মীয় পরিজনদের ফোন করলেও, তাতে কোনো সুরাহা হয়নি। অবশেষে শান্তিপুরের এক সামাজিক সংগঠন করোনা প্রতিরোধ মঞ্চের সম্পাদক অপূর্ব লাল সাহা কে ফোন করে। ফোন পাওয়ার সাথে সাথেই করোনা প্রতিরোধ মঞ্চের পক্ষ থেকে বেশ কয়েকজন সদস্য অ্যাম্বুলেন্স নিয়ে পড়ে থাকা সাধনা গাঙ্গুলীকে উদ্ধার করে ও শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এই বিষয়ে করোনা প্রতিরোধ মঞ্চের সম্পাদক অপূর্ব লাল সাহা জানান, আমাদের কাছে ফোন আসে সন্ধ্যে সাতটা নাগাদ। সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে এসে সাধনা গাঙ্গুলীকে উদ্ধার করে। কিন্তু এটা আশ্চর্যজনক ঘটনা এলাকা বলুন বা হাসপাতাল! সামাজিক অবক্ষয়ের ফলে কেউ তাদের সদিচ্ছা দেখালেন না। কিন্তু আমরা করোনা আবহের মধ্যে একাধিক এই ধরনের কাজ করেছি দৃষ্টান্ত স্থাপনের জন্য নিজেরাই উদাহরণ হতে হয় কখনো কখনো। কারোর জন্য কিছু করলে তবেই প্রতিদান হিসাবে পাওয়া যায় অন্যের কাছ থেকে, এই বার্তাটাই আজ বিশেষ প্রয়োজন।