সহায়-সম্বলহীন মানুষের সাহায্য প্রদানের মাধ্যমে বিজয়া পালনে বিধায়ক

Social

সোশ্যাল বার্তা :নদীয়া জেলার নবদ্বীপের ভজনাশ্রমে সারাবছর ধরে যারা নামকীর্তন এর সঙ্গে জড়িত থাকেন তাদের সাহায্যে এগিয়ে এলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও নবদ্বীপ কেন্দ্রের বতর্মান বিধায়ক পুন্ডরীকাক্ষ সাহা । গত মঙ্গলবার প্রায় ৭০০ জন সহায় সম্বলহীন মানুষের হাতে শারদীয়ার বিজয়া উপলক্ষ্যে তুলে দিলেন শাড়ী, বিছানার চাদর, মিষ্টির প্যাকেট সহ বিভিন্ন সামগ্রী ।

উপস্থিত শিক্ষক কল্লোল কর জানান শুধুমাত্র মাত্র এইবারই নয়, বিধায়ক হওয়ার আগে থেকেই যখন তিনি চাকরী করতেন তখন থেকেই তিনি এই কাজ করে আসেন । সহায়-সম্বলহীন মানুষের কথা বিধায়ক ভাবেন বলে জানালেন এলাকার জনসাধারণ। বিধায়কের এই কাজে খুশী এলাকার জনসাধারণ ।

এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পৌরসভার প্রাক্তন পৌরপতি বিমান কৃষ্ণ সাহা, সমষ্টি উন্নয়ন আধিকারিক বরুণাশীষ সরকার, নবদ্বীপ থানার আই সি কল্লোল কুমার ঘোষ সহ বিশিষ্ঠ ব্যক্তিবর্গ ।

Leave a Reply