মলয় দে, নদীয়া : শিল্পীর সৃষ্টি আর তাতেই তার আনন্দ দুর্গা পুজো উপলক্ষে ১৫ দিন ধরে নদীয়া জেলার রানাঘাটের মানিক দেবনাথ রং ও আটা দিয়ে পাঁচ মিলিমিটার হাফ ইঞ্চিরও হাফ দুর্গা মূর্তি তৈরি করলেন। এর আগেও তিনি ছোট দুর্গা বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করেছিলেন ।কখনো কাগজ, কখনো শুকনো ফুলের পাপড়ি, কখনো গাছের শুকনো ছাল দিয়ে। এই বছর করোনা সংক্রমণের জন্য নানা সমস্যায় দুর্গা মূর্তি তৈরি করবেন না ভেবেছিলেন কিন্তু মনের টান ও সৃষ্টি করার নেশায় তিনি করেছেন দুর্গা ।
তবে এই বার শুধু দুর্গা সিংহ অসুর করেছেন। গনেশ ,কার্তিক, লক্ষ্মী, সরস্বতী দেবী দুর্গার সাথে করেননি । মানিক বাবু হেঁসে বলেন করোনা সংক্রমণের জেরে মা এইবার তাদের ছেলে মেয়েকে আনেননি।