মলয় দে নদীয়া :- গত ২৮শে সেপ্টেম্বর শান্তিপুর মুন্সিপুল এলাকার বাসিন্দা বাদল শেখ এবং বেড় পাড়ার বাসিন্দা আসিফ শেখ নামে দুই যুবক বাড়ির একটি পোষা বেড়াল এর লেজে দড়ি বেঁধে অত্যন্ত দ্রুত গতিতে মোটর সাইকেলে পেছনে করে রাস্তা দিয়ে ঘষতে ঘষতে নিয়ে যায়। সূত্রাগর এক যুবক নাম প্রীতম মজুমদার তাঁদের পেছন ধাওয়া করে শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় বেড়ালটিকে উদ্ধার করে এবং সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও পোস্ট করে এবং তা ভাইরাল হয়ে যায়। ওই পোস্ট দেখে ফেসবুকে নিন্দার ঝড় বয়ে যায় এবং তাঁদের শাস্তির দাবী জানানো হয়। শান্তিপুরের পশুপ্রেমী মানুষের মধ্যেও এই ঘটনায় ক্ষোভের সঞ্চার হয়।
সমাজসেবী অধ্যাপক ডঃ সোমনাথ করের নেতৃত্বে একদল পশুপ্রেমী শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই প্রেক্ষিতে বেশ কিছুদিন লুকোচুরির পর গতকাল অপরাধীরা শান্তিপুর থানায় আত্মসমর্পণ করেন। শান্তিপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সোমনাথবাবু সহ বেশ কিছু পশুপ্রেমী ব্যক্তিদের ডেকে ওই দুই ব্যক্তিকে সামনে বসিয়ে আলোচনার পথ প্রশস্ত করেন। শেষে তাঁদের দিয়ে মুচলেকা লিখিয়ে এবং সকলের সামনে ক্ষমা চাইয়ে নিয়ে এবারের মত মাফ করে দেওয়া হয়।