আবার দেব ভূমিতে প্রাকৃতিক বিপর্যয়। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের রাধামাধব মন্দির থেকে প্রায় পঞ্চাশ জলের তীর্থযাত্রীদল কেদারনাথ ও বদ্রিনাথ দর্শনের জন্য রওনা হয়েছিল। কেদারনাথ দর্শন সম্পন্ন হলেও বদ্রিনাথ যাওয়ার পথে দুর্যোগের কবলে পড়ে। সারা উত্তর ভারত জুড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগ চলছে। উত্তর ভারতের জসিমঠে আটকে থাকার পর প্রশাসনিক সহযোগিতায় যাত্রীদের বদ্রিনাথের পথে আর না এগিয়ে আটকে পড়া যাত্রীদের দ্রুত হরিদ্বারে নামিয়ে আনার চেষ্টা চলছে। বহু বাঙালি তীর্থযাত্রী এখনো আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। দেবপ্রয়াগ এর আগে বড় মাপের ধ্বস নামায় দীর্ঘ সময় আটকে থাকে। তীর্থযাত্রীরা এমন ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়ে যথারীতি হতভম্ব। দ্রুততার সহিত তীর্থযাত্রীদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
সবাই সুস্থ আছেন এমনটাই জানাচ্ছেন কোলাঘাটের রাধা মাধব মন্দিরের কর্তৃপক্ষ। বাড়ির লোকেদের কোনরকম কোন চিন্তা করার দরকার নেই বলে বার্তা দেওয়া হয় রাধামাধব মন্দির তরফ থেকে। প্রতিমুহূর্তে কোলাঘাট রাধামাধব মন্দিরের তরফ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুততার সহিত তাদের নিরাপদ আশ্রয় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। উত্তর ভারত জুড়ে প্রবল প্রাকৃতিক দুর্যোগের বিপর্যস্ত জনজীবন।