মলয় দে, নদীয়া :-করোনা ভাইরাস নিয়ে করোনা ভাইরাস নিয়ে কৃষ্ণনগরবাসী আতঙ্কিত ও চিন্তিত । ঠিক তখনই জনগনকে সচেতন করতে পথে নামল ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখা।
অতিমারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বিভিন্ন দিকে যে গুজব ও কুসংস্কার ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে এবং করোনা আক্রান্ত ব্যক্তির পাশে থাকার মানবিক আবেদন নিয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে কৃষ্ণনগর শহরে চললো যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার পক্ষ থেকে
প্রচারাভিযান ও পথসভা।
পথচলতি মানুষেরা সমিতির বক্তব্য শুনেছেন, সমিতির সদস্যরা জনগণের মধ্যে লিফলেট বিলি করেছেন, পথসভার মাধ্যমে বোঝাচ্ছেন করোনা নিয়ে অযথা আতঙ্কিত হবেনা, আতঙ্ক ছড়াবেননা। জনগণকে চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আবেদন জানান সমিতির সদস্যরা।
গতকাল এভাবেই প্রচার চললো কৃষ্ণনগর শহরে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির নবদ্বীপ শাখার সম্পাদক প্রতাপ চন্দ্র দাস বলেন, ” পুজো অর্চনা, গরুর প্রসাব খাওয়া, গোবর গায়ে মাখা, তুলসীপাতা খাওয়া, রোদের দাঁড়িয়ে থাকা এসব করলে করোনা ভাইরাস মরেনা। এসব গুজব ও অবৈজ্ঞানিক কথাবার্তা। মানুষ মানুষের জন্য। করোনা আক্রান্ত রোগীকে অবহেলা করা বা একঘরে করে রাখা উচিৎ নয়। রোগীর পরিবারের প্রতি মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার।”
সমিতির পক্ষ থেকে সোমনাথ রায় বলেন, ” ধর্মালয় নয়, চাই হাসপাতাল ও উন্নত বিজ্ঞানসম্মত চিকিৎসা ব্যবস্থা। দীর্ঘ লকডাউনের কারণে অসংখ্য মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সরকারের উচিৎ তাদের আর্থিক সাহায্য করা। সেইসাথে যারা গুজব ছড়াছে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়াও জরুরী।”