বকেয়া ৯ মাসের বেতন, টোল প্লাজার সামনে শতাধিক কর্মীরা বিক্ষোভ

Social

দেবু সিংহ মালদা:  বকেয়া ৯ মাসের বেতনের দাবিতে মালদা জেলার বৈষ্ণবনগর থানা এলাকার টোল প্লাজার সামনে শতাধিক কর্মীরা বিক্ষোভ শুরু করলো। এইচসিসি সংস্থা ১১০০ শ্রমিকদের বেতন দিচ্ছে না বলে অভিযোগ। আর সেই প্রতিবাদ জানিয়ে জাতীয় সড়ক নির্মাণ বন্ধ রেখেই এইচসিসি অফিসের সামনে অবস্থান ,বিক্ষোভ শুরু করলো শতাধিক কর্মীরা। ওই সংস্থার বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকেরা।

বুধবার সকাল থেকেই শ্রমিকদের বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আঠারো মাইল টোলপ্লাজা এলাকায়। এমনকি দ্রুত শ্রমিকদের বকেয়া বেতনের সমস্যা সমাধান না হলে টোল প্লাজা বন্ধ করে অনশন আন্দোলনের হুমকি দিয়েছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীদের বক্তব্য, পুজোর মরশুমে বকেয়া বেতন না পেয়ে অর্ধাহারে মধ্যে দিন কাটছে পরিবারের। গত মাসের বকেয়া বেতনসহ কেউ দুই লাখ আবার কেউ আড়াই লাখ করে পাবেন । কিন্তু এব্যাপারে দ্রুত সমস্যার সমাধান না হলে অফিসের সামনে পরিবার নিয়ে আত্মহত্যার হুমকি পর্যন্ত দিয়েছেন বিক্ষোভকারী শ্রমিকেরা।

যদিও এইচসিসি কর্তৃপক্ষ  এই সমস্যার বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বলে আশ্বাস দিয়েছেন।

Leave a Reply