মলয় দে, নদীয়া :-কথায় আছে স্বাস্থ্যই সম্পদ! তাই শরীর সুস্থ থাকলে তবেই পরিশ্রমার্জিত মাথার ঘাম পায়ে ফেলা উপার্জনের অর্থ সঠিক কাজে ব্যবহার হবে। নতুবা পুরোটাই চলে যাবে চিকিৎসকের কাছে। শরীর ভালো না থাকলে মন সুস্থ থাকবে না। সমস্ত কথাগুলোই আমাদের খুব চেনা! কিন্তু ব্যবহারিক জীবনে মানেচলি কতটুকু? বিশেষ করে আরামপ্রিয় মাছ ভাতের বাঙালি!
কিন্তু রক্ষাকর্তায় ভূমিকায় দেশের জওয়ানদের আমরা সকলে দেখে অভ্যস্ত! কিন্তু শারীরিক সুস্থতাও তাদের কাছ থেকে শেখারমতো ! কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা সবটাই তাদের কাছে শিক্ষণীয়।
ফিট ইন্ডিয়া ফ্রিডম রানে অংশ নিল বিএসএফ । নদীয়া জেলার কৃষ্ণনগর ২ নং ব্লকের ধুবুলিয়ায় ১০৭নং ব্যাটেলিয়ান বিএসএফ এর উদ্যোগে বুধবার ধুবুলিয়া বিএসএফ ক্যাম্প থেকে সুজনপুর পর্যন্ত ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয় । তারা নিয়মিত অনুশীলন করে থাকেন। বিএসএফের কমান্ডিং অফিসার সুনীল কুমার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুসারে সারাদেশ জুড়ে চলছে এই ফিট ইন্ডিয়া মুভমেন্ট । পথ চলতি সাধারণ মানুষ ও গ্রামবাসীদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে বিএসএফের অফিসার জওয়ানরা এই দৌড়ে সামিল হয়েছেন। সুস্বাস্থ্য রাখতে পারলেই ,সুস্থ মন সম্ভব তাই সবাইকে সুস্বাস্থ্য অধিকারী হওয়ার আহ্বান জানাই “।