করোনা আবহে নদীয়ায় পাঁচশত বছরের বেশি প্রাচীন আগমেশ্বরী কালী মাতার পুজোর প্রথা পরিবর্তন

Social

মলয় দে, নদীয়া :- এই প্রথম নদীয়া জেলার শান্তিপুরের পাঁচ শতাধিক বছরেরও বেশী প্রাচীন মাতা শ্রী শ্রী আগমেশ্বরী পুজোর চলে আসা প্রচলিত বেশকিছু প্রথার পরিবর্তন করলেন পুজো কমিটি। সূত্রের খবর অনুযায়ী , এই বছর করোনা সতর্কতায়  আগমেশ্বরী মাতা পূজার চিরাচরিত রীতি ভেঙে এবছর অতিমারী পরিস্থিতিতে বিধি নিষেধ মেনে পুজো হবে। সেই ক্ষেত্রে পুজোর বেশ কিছু পরিবর্তন ঘটেছে। জানা গেছে, মাতৃ প্রতিমা একই উচ্ছতাতেই হবে, ভক্তদের কাছে পুজো নেওয়া হবেনা, ১৪কুইন্টাল এর মত যে ভোগ হয় এবার হবেনা, ভোগ প্রসাদ এবং কাটা ফল দেওয়া হবেনা, অঞ্জলী নেওয়া হবেনা, মানত কারীদের ধুনো পোড়া ও রক্ত দেওয়া হবেনা, কেউ যদি একান্তই পুজো দিতে ইচ্ছুক আগের দিন দিতে হবে। যদি কেউ বস্ত্র, গহনা এবং শুকনো ফল দিতে ইচ্ছুক সেটা গ্রহণ হবে। প্রতিমা দর্শনের ক্ষেত্রে মণ্ডপ প্রাঙ্গণে দাঁড়িয়ে ঠাকুর দেখা যাবেনা, নির্দিষ্ট পথ ধরে চলমান রাখতে হবে এবং প্রতিমা বিসর্জন হবে বিকেল ৪ঘটিকায়।

প্রতি বছরের ন্যায় একই পথ ধরে আগমেশ্বরী মাতা নিরঞ্জনের পথে যাবেন। মুখে মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে। প্রসঙ্গত উল্লেখ থাকে ,গত বছর একমাত্র এই পুজো কমিটি সমস্ত রকম প্লাস্টিক বর্জন করে পূজো সংক্রান্ত বিষয়ে। তাদের কথায় ভক্তবৃন্দ অর্থাৎ সন্তানের মঙ্গল সাধিত হলে তবে খুশি থাকেন মা। তাই করোনা আবহে এ ধরনের বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তনের অন্যতম কারণ।

Leave a Reply