মলয় দে নদীয়া :- ঘটনাটি ঘটেছে শান্তিপুর পৌরসভা এলাকার ২৩ নম্বর ওয়ার্ডের বকুলতলা এলাকাতে । পরশু হঠাৎই একটি গাছ থেকে নিচে পড়ে যেতে দেখে বিরল প্রজাতির পেঁচা পাখিটিকে।
এর পরে ওই এলাকার মানুষজন বাচ্চাটিকে উদ্ধার করে জন্য একটি খাঁচাতে ভরে রাখে। গতকাল সকালে শান্তিপুর শহরে পশুপ্রেমী অনুপম সাহা উদ্ধার করে ওই বিরলপ্রজাতির প্রাণীটিকে সাময়িকভাবে উদ্ধার করেন। স্থানীয় শান্তিপুর পশু স্বাস্থ্যকেন্দ্রে ওই পাখিটির আপাতত রাখার ব্যবস্থা করেন, বনদপ্তরের অপেক্ষায়।
বিশেষ সূত্রে জানা যায় বনদপ্তর থেকে গতকাল সন্ধ্যায় ওই প্রাণীটিকে নিয়ে গিয়ে উপযুক্ত পরিবেশে ছেড়ে দেওয়া হবে বলে জানা গেছে ।