মলয় দে নদীয়া :-ডেঙ্গু নিয়ে তৎপর হল নদিয়া জেলার রানাঘাটে বিভিন্ন ওয়ার্ডে। রবিবার সকালে আনুষ্ঠানিক ভাবে তার উদ্বোধন করলেন রানাঘাট পুরসভার পৌর প্রশাসক পার্থ সারথী চট্টোপাধ্যায় । উপস্থিত ছিলেন রানাঘাটের ডেপুটি ম্যাজিসেট্রট তাপস বিশ্বাস । ডেঙ্গুর জন্য রানাঘাটের বিভিন্ন ওয়ার্ডে সাফাই কর্মীকে ও এলাকার প্রাক্তন কাউন্সিলর ৱ্যালি করে প্রচার করার পাশাপাশি ওয়ার্ডকে জঞ্জাল মুক্ত করার সাধারণ মানুষকে পরামর্শ দেন। এই দিন পৌর প্রশাসক নিজে হাতে রাস্তায় ঝাঁট ও স্যানিটাইজার করে আনুষ্টানিক উদ্বোধন করেন ডেঙ্গু নিয়ত্রনে পুরসভার প্রশাসক পার্থ সারথী চট্টোপাধ্যায় l
