সোশ্যাল বার্তা : ‘গাছ লাগাও প্রাণ বাঁচাও’ এই বার্তাকে সামনে রেখে নদীয়া জেলার হাঁসখালী থানার বগুলার নেতাজী ইয়ূথ ফোর্স নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার বগুলা শ্রীকৃষ্ণ কলেজ প্রাঙ্গণে এবং ভূগোল বিভাগের সামনে দেবদারু,বকুল ও সাইকাস তিন প্রকারের অর্ধশতাধিক বৃক্ষরোপণ করল। বগুলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এলাকার অধ্যাপক গৌতম সরকার সহ শান্ত বিশ্বাস, অলক বিশ্বাস, অভিজিৎ বালা, শ্রেয়সী কর্মকার, ইমরান মন্ডল, দেবজিৎ বিশ্বাস, সৈকত বিশ্বাস,রিয়া পোদ্দার,অবন্তীকা রায় সহ সংগঠনের সদস্যবৃন্দ। সংগঠনের পক্ষে তনময় রায় জানান – গাছ লাগানোর মাধ্যমেই বিশ্ব উষ্ণায়ন আটকানো সম্ভব তাই সম্মিলিতভাবে এই কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই ।