কালাচ সাপ উদ্ধার নদীয়ার শান্তিপুরে

Social

মলয় দে ,নদীয়া :-বিষাক্ত কালাচ সাপ উদ্ধার শান্তিপুর পৌরসভার অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের সেনগুপ্ত সরণি পার্শ্ববর্তী একটি গৃহস্থ বাড়ি থেকে। উল্লেখ্য সোমবার রাত্রি ৭:৩০ নাগাদ একটি বড় সাইজের বিষাক্ত কালাচ সাপ ঢুকে পরে দীপক ঘোষের বাড়িতে। স্বভাবতই এই বিষাক্ত সাপকে দেখে আতঙ্কে দিশাহীন হয়ে পড়ে দীপক ঘোষের পরিবার। এলাকার প্রচুর সংখ্যক সাধারণ মানুষ কালাচ সাপ টিকে দেখে তারাও যথেষ্ট ভয় পেয়ে যায়, এলাকার দুই একজন জন যুবক বনদপ্তর কে বারংবার ফোন করা সত্ত্বেও কোন সাড়া মেলেনি। এরপর স্থানীয় এক বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে খবর দিলে সে ঘটনাস্থলে এসে ওই বিষাক্ত কালাচ সাপটি উদ্ধার করে।

এ বিষয়ে উদ্ধারকারী অনুপম বাবুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এই এলাকা থেকে আমাকে ফোন করা হয়েছিল আমি বনদপ্তরের রেঞ্জার অফিসারের সাথে কথা বলেছি, তিনি বলেন সাপটি উদ্ধার করতে। সেই মত আমি সাপটি উদ্ধার করি, বনদপ্তর এর আধিকারিকের হাতে এই বিষাক্ত সাপ তুলে দেওয়া হবে।

Leave a Reply