গোবিন্দপুর লেভেল ক্রসিংয়ে জাতীয় সড়কের মেরামতির কাজ শুরু 

Social

মলয় দে, নদীয়া:- উত্তর দিনাজপুরের ডালখোলা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনা বকখালিতে শেষ হওয়া ৬২৫ কিলোমিটার দীর্ঘ পূর্বের ৩৪ নম্বর জাতীয় সড়ক। নদীয়ার মধ্যে বেশ কিছু জায়গায় অত্যন্ত বেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বর্ষার মধ্যে, এর মধ্যে শান্তিপুর গোবিন্দপুর লেভেল ক্রসিং অন্যতম। এখানে লেভেল ক্রসিংয়ের কারণেই কেন্দ্রীয় রেল কর্তৃপক্ষ এবং রাজ্যপূর্ত দপ্তরের একটি আর ভুক্ত হওয়ার সমস্যা জনিত কারণে সমস্যা বাড়ছিল ক্রমাগত। বিভিন্ন সংবাদমাধ্যমে বারবার যাত্রীদের দুর্ভোগ প্রকাশিত হওয়ায় বিশেষ তৎপরতার সাথে থেকে শুরু হয়েছে মেরামতির কাজ। এর ফলে একদিকে জ্যামে আটকে যাওয়া লরি বাস মালিকদের জ্বালানির সাথে যাত্রী এবং ওই এলাকায় বসবাসকারী বাড়িঘর দোকানপাট অনেকটাই রেহাই পেলো। প্রসঙ্গত ওই এলাকায় মাঝে মাঝেই জ্যাম হওয়ার কারণে বাদকুল্লা দিয়ে বহু সরকারি বেসরকারি বাস রানাঘাট বিয়ে কলকাতার দিকে রওনা হতো, ট্রেন বন্ধ থাকার ফলে শান্তিপুর ফুলিয়া র বহু নিত্য যাত্রী কর্মস্থলে পৌঁছায় পৌছাতে পারছিলেন না। বর্তমানে সম্বোধনের ইঙ্গিত দেখছেন সকলেই।

Leave a Reply