করোনা মোকাবিলায় পুলিশ কর্মীদের সংবর্ধিত করলো রানাঘাটের একটি সংগঠন

Social

মলয় দে নদীয়া :- গতকাল নদীয়া জেলার রানাঘাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠন  গোবিন্দ বিশ্বাস সেবা সমিতি রানাঘাট থানায় গিয়ে রানাঘাট থানার আই সি রাজকুমার মালাকার সহ পুলিশ কর্মীদের সম্বর্ধনা দিলেন. তাদেরকে ফুলের স্তবক, উত্তরীয়, ও উপহার. তুলে দেওয়া হলো. করোনা সংক্রমণের সময় তাদের ভূমিকা তাছাড়াও শীত, বর্ষা, ও গ্রীষ্ম কে উপেক্ষা করে যে ভাবে সমাজের মানুষের জন্য কাজ করে যান সেই কাজে সন্মান দিতে সম্বর্ধনা দিলেন রানা ঘাট থানায় এসে ।পুলিশ দিবসের দিন রাষ্ট্রীয় শোক থাকায় তারা গতকাল থানায় এসে পুলিশ দের হাতে ফুলের স্তবক, উত্তরীয়, উপহার তুলে দিলেন। উদ্যোক্তারা জানান করোনার এই কঠিন সময়ে পুলিশকর্মীরা যেভাবে সাধারণ মানুষের জন্য পরিষেবা দিয়ে যাচ্ছেন তার জন্যই এই উদ্যোগ ।

Leave a Reply