ভোটে জিতেই সিপিএম ছেড়ে তৃণমূলের যোগদান

Social

দেবু সিংহ, মালদা: নবনিযুক্ত গ্রাম পঞ্চায়েত সদস্য ভোটে জিতেই সিপিএম ছেড়ে তৃণমূলের যোগদান করলেন। বৃহস্পতিবার তৃণমূল নেতৃত্তের সামনে দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি। গ্রাম পঞ্চায়েত প্রার্থীর নাম হাফিজুর রহমান।

মালদার কালিয়াচক থানার সুজাপুর গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের প্রার্থী হয়ে জয়ী হয়েছেন তিনি। ভোটে জেতার পরেই স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল প্রেসিডেন্ট হাজী মেরাজুল বোসনির হাত ধরে এদিন প্রায় ৩০০ জন যোগদান করলেন। নবাগত এই গ্রাম পঞ্চায়েত প্রার্থীকে স্থানীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে।

Leave a Reply