এনএইচ এর ধারে এসইডবলু’র উদ্যোগে বৃক্ষরোপণ

Social

সোশ্যাল বার্তা : সারা বিশ্ব জুড়ে চলছে পরিবেশ বাঁচানোর আন্দোলন । এনএইচ এর রাস্তা বড়ো করার জন্য এক সময় বড় বড় গাছও কাটতে হয়েছিল ফলে সাধারণ মানুষ ক্ষোভও প্রকাশ করেছিলেন । পরিবেশবিদরা এই বিষয়ে আন্দোলন করেন । আশার আলো বুধবার নদীয়া জেলার কৃষ্ণনগর ২নং ব্লকের বাহাদুরপুর- মায়াকোলে গাছ লাগাতে দেখা গেল এসইডাবলু কোম্পানির শ্রমিকদের । শ্রমিকদের পক্ষে পিন্টু ঘোষ জানান কিছুদিন ধরেই মায়াকোল থেকে বিভিন্ন ধরনের চারাগাচ যেমন-শিশু, কৃষ্ণচূড়া, অর্জুন সহ বিভিন্ন রকম গাছ রোপণ করা হচ্ছে ও গাছগুলি রক্ষা করতে বেড়া দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে।

Leave a Reply