মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হতে চলেছে ব্রেইন স্ট্রোকের অত্যাধুনিক চিকিৎসা

Social

দেবু সিংহ,মালদা: এবার মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে শুরু হতে চলেছে ব্রেইন স্ট্রোকের অত্যাধুনিক চিকিৎসা। এর জন্য ইতিমধ্যেই রাজ্যস্তরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বাছাই করা চিকিৎসকদের। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত কোনও রোগী মালদা মেডিক্যালে চিকিৎসার জন্য এলেই তাঁর শারীরিক লক্ষণ দেখে নির্দিষ্ট সময়ের মধ্যে চিকিৎসা শুরু করে দেওয়া হবে। প্রশিক্ষিত চিকিৎসকরা প্রয়োজনে যোগাযোগ করবেন রাজ্যের প্রখ্যাত নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ও নিউরো সার্জেনদের সঙ্গে। তাঁদেরকে দ্রুত পাঠানো হবে রোগীর সিটি স্ক্যানের রিপোর্ট। প্রশিক্ষিত চিকিৎসক ও বিশেষজ্ঞরা একযোগে চিকিৎসা শুরু করবেন ওই রোগীর।

বিশেষজ্ঞ ডাক্তারের মতামত অনুযায়ী প্রশিক্ষিত মেডিকেল কলেজের চিকিৎসকরা টেলিমেডিসিনের মাধ্যমে ব্রেইন স্ট্রোক আক্রান্ত রোগীকে প্রাথমিক চিকিৎসা শুরু করবেন। শনিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায় জানান মালদা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগে ব্রেন স্ট্রোক রোগীরা আসলেই সেই সমস্ত রোগীদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে । কেবলই গোল্ডেন পিরিয়ড এর মধ্যে রোগীদের প্রথমে সিটি স্ক্যান করা হবে এবং সেই সিটিস্ক্যানের ফটো আমাদের স্বাস্থ্য দপ্তরের পোর্টালে দ্রুত আপলোড করা হবে। এবং সেই ফটো রিপোর্ট দেখে রাজ্যের নিউরো বিশেষজ্ঞ ডাক্তাররা দেখার পর তাদের সাজেশন অনুযায়ী আমাদের মেডিকেল কলেজের প্রশিক্ষিত ডাক্তাররা আক্রান্ত ব্রেন স্ট্রোক রোগীর টেলিমেডিসিনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা শুরু করবে । এই প্রক্রিয়াটি কিছুদিনের মধ্যেই আমরা মেডিকেল কলেজ হাসপাতালে চালু করছি ।মালদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে প্রতিনিয়ত প্রচুর রোগীরা আসেন। বিভিন্ন রোগের উপসর্গ নিয়ে। তার মধ্যেও যখনই কোন ব্রেন স্ট্রোক রোগীর জরুরি বিভাগে আসবেন চিকিৎসকরা তাদের সিমটম দেখা মাত্রই গ্রিন করিডোর দিয়ে সেই রোগীকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার জন্য প্রথমে সিটি স্ক্যান করা হবে এবং সিটিস্ক্যানের রিপোর্ট রাজ্যের বিশেষজ্ঞ নিউরো ডাক্তারদের পাঠিয়ে দিবেন তারপরই তার চিকিৎসা প্রাথমিক পর্যায়ে দ্রুত শুরু হবে।

Leave a Reply