সর্প দংশন এর পরে ঝাড়ফুঁকের বলি গৃহবধূ

Social

দেবু সিংহ ,মালদা : ঝাড়ফুঁকের বলি এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের কাদিরপুর এলাকায়। জানা গেছে মৃতা ওই গৃহবধূর নাম সারথি প্রামাণিক। মঙ্গলবার সন্ধ্যায় সারথি দেবী বাড়িতে বসেই রুটি করার জন্য আটা মাখছিলেন। ঠিক সেই সময় একটি বিষধর সাপ তাকে ছোবল মারে। অভিযোগ এর পর পরিবারের লোকেরা তাকে চিকিৎসকের কাছে না নিয়ে গিয়ে স্থানীয় গুণির কাছে নিয়ে যায়। অভিযোগ ঝাড়ফুঁক করতে করতে অনেকটা সময় পেরিয়ে যাওয়ায় মৃত্যু হয় ওই গৃহবধূর। পরে ওই গৃহবধূকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বুধবার ওই গৃহবধূর দেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য আনা হয়।

Leave a Reply