মলয় দে নদীয়া:- জল এবং পরিবেশে সংরক্ষণের বার্তা ভারতের প্রত্যেক গ্রাম এবং শহরে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে সাইকেলে চেপে ভারত ভ্রমণে বেরিয়েছেন হরিয়ানার হিসার জেলার বাসিন্দা সুভাষচন্দ্র।
ষাটোর্ধ্ব এই প্রবীণ ওই রাজ্যের কৃষি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মী। বয়স্ক বৃদ্ধ হলেও মনবলে অনেক যুবকদের পেছনে ফেলে তিনি এগিয়ে চলেছেন সাইকেলে। ইন্টারন্যাশনাল লায়ন্স ক্লাবের সদস্য হওয়ার কারণে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ মারফত তাকে গাইড করছেন সংগঠনের সদস্যরা। ৬মাস আগে হরিয়ানা থেকে বেরোনোর পর লকডাউনে গতি কিছুটা স্লথ হলেও এখনো পর্যন্ত ৯০০০ কিলোমিটার অতিক্রান্ত করে ফেলেছেন তিনি। চলার পথে সতেরোশোরও বেশি গ্রাম এবং শহর পাড়ি দিয়ে ফেলেছেন ইতিমধ্যেই।
পাঞ্জাব উত্তর প্রদেশ নেপাল বিহার হয়ে গত সপ্তাহে পশ্চিমবঙ্গের ডালখোলায় প্রবেশ করেছিলেন তিনি। এরপর গোটা সপ্তাহ বাদে গতকাল নদীয়ার শান্তিপুরে তার সাথে সাক্ষাত হয়।
তিনি জানালেন পথেই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন প্রশাসনের উৎসাহে তিনি আপ্লুত। আজ রাত্রিবাস করবেন রানাঘাট লায়ন্স ক্লাবে। এরপর আবারও পথ চলা শুরু হবে, কলকাতা হয়ে উড়িষ্যা ছুঁয়ে দক্ষিণ ভারতের একেবারে শেষ প্রান্তে পৌঁছে তবেই বিরাম নেবেন তিনি। সুদীর্ঘ এই যাত্রাপথে পথচলতি এবং বিভিন্ন স্কুল কলেজের ছেলে মেয়েদের মধ্যে ছোট ছোট বেশ কয়েকটি সেমিনারও করেছেন তিনি। জল মাটি বাতাস কিভাবে দিনের পর দিন আমরা জেনে বা না জেনে কিভাবে দূষিত করে চলেছি এবং তার আগামী পরিণামই বা কি! সময় থাকতে এখনও তা কিভাবে রক্ষা করা সম্ভব তারই মহামন্ত্র সর্বদা তার মুখে। সংবাদ সংস্থার পক্ষ থেকে আমরা তাঁর উৎসাহ প্রদানের জন্য নিবেদন করছে এই সংবাদ, প্রার্থনা করি দেশের দশের উদ্দেশ্যে তার এই মহান ত্যাগ এবং কষ্ট সহিষ্ণুতা আন্তরিকভাবে ফলপ্রসূ হোক।