ওয়েব ডেস্ক: লক ডাউনে সুন্দর গান গেয়ে ভাইরাল হওয়া চাঁদমনি হেমব্রমের গান আমাদের চ্যানেলেও সম্প্রচারিত হয়েছিল । বতর্মান সে লোক সনাজে জনপ্রিয়তা লাভ করেছে। জনপ্রিয় গায়িকা নেহা কক্করের ‘ও হামসফর’ গান গেয়ে নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল চাঁদমনি। সোশ্যাল মিডিয়া থেকে জুনিয়র নেহা কক্কর হয়ে চাঁদমনি পাড়ি দিয়েছিল বলিউডে।
সম্প্রতি, পাঞ্জাবের খ্যাতিমান শিল্পী ‘আয়সান আদ্রি’র পরিচালনায় চাঁদনীর গাওয়া গানের টিজার ভাইরাল হয়েছে।
হুগলির ইটাচুনা গ্রাম পঞ্চায়েত এলাকার মুলটি গ্রামে চাঁদমনির বাড়ি। সারদেশ্বরি কন্যা বিদ্যাপীঠ স্কুলে দশম শ্রেণীর ছাত্রী চাঁদমনি। খুব অল্প বয়স বাবাকে হারিয়েছে । পরিবারে রয়েছে মা আর বোন।অনেক ক’ষ্ট করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে চাঁদমণি ।
মা একা, সংসারে রোজগার করার আর কেউ নেই। মায়ের সাথে মাঠে কাজও করে সে। গত জুন মাসে নেহা কক্করের গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল চাঁদমনি হেমব্রম। হুগলির শিক্ষক শ্যাম বাবু ও দুর্গাপুরের শিক্ষক চিরঞ্জিত বাবু চাঁদমনির বলিউড পাড়ি দেওয়ার পিছনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
চাঁদনী আয়সান আদ্রি’র মিউজিক পরিচালনায় থেকে গানটি গেয়েছে তার নাম ‘জাদুইয়া য়ে’। গানটির মিউজিক ডিরেক্টর ও কম্পোজার দুই-ই আয়সান আদ্রি। গানটির টিজার রিলিজ হতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, এবং প্রশংসার বন্যা বয়ে যায়।
জানা গিয়েছে গানটির অডিও শুটিং শেষ হলেও ভিডিও শুটিং এখনো বাকি।লোকডাউন এর জন্য কিছুটা হলেও সময় লাগছে।
বলিউডের পর এবার তাকে দেখা যাবে টলিউডেও। চিরঞ্জিত বাবু ইতি মধ্যেই যোগাযোগ করেছেন তার সাথে। প্রশংসার ঝড় উঠেছে চাঁদমণির জন্য।