রায়গঞ্জঃ জেলার প্রত্যন্ত এলাকার স্কুল পড়ুয়াদের উৎসাহিত করতে ফি বছরের মতো এবারও এগিয়ে এলো সুশীল নাগরিক সমাজ। তাদের উদ্যোগে চোপড়া ব্লকের দাসপাড়া সহ বিভিন্ন এলাকার বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে যে সমস্ত পড়ুয়া ভালো ফলাফল করেছে, তাদেরকে সংবর্ধিত করা হলো মঙ্গলবার। এই সংবর্ধনা বিদ্যালয়গুলোতে উপস্থিত হয়ে তুলে দেওয়া হয়। আয়োজক সংস্থার পক্ষে সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য রোশন আলম জানিয়েছেন, প্রতিটি বিদ্যালয়ে বিদ্যালয়ভিত্তিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এদিন মূলত যারা ভাল ফলাফল করেছে তাদের উপর যে সাধারণ মানুষের আশা করে রয়েছেন, তা বুঝে উৎসাহিত হয়ে পড়ুয়ারা যেন এগিয়ে যায় এমনই ভাবনা নিয়ে তাদের এই উদ্যোগ। ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক মাঝেরুল, সদস্য জহিরুল হক, আলহাজ্ব ফারাজুল ইসলাম, বিধায়কের প্রতিনিধি জিয়াউল হক এবং ফারুক আজম ও নুর আলম হগ অন্যান্যরা।