রাখি ক্রেতাদের মধ্যে সচেতনতার অভাব

Social

রমিত সরকার: আগামীকাল রাখিপুর্নিমা । প্রতি বছর ঘটা করে পালিত হয় এই রাখি পূর্ণিমা । এবছরে করোনার আবহে কিছুটা হলেও ছন্দপতন ঘটেছে ।

রবিবার নদীয়া জেলার কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে রাখির পসরা সাজিয়ে বিক্রি করছেন অনেক বিক্রিতাই । কিন্তু করোনার এই অতি মারি পরিস্থিতিতেও ক্রেতাদের মধ্যে সচেতনতার অভাব চোখে পড়লো । বহু মানুষের মুখে নেই মাস্ক শারীরিক দূরত্বটা ভুলে গিয়ে রাখি কিনতে অনেকেই ব্যস্ত অথচ এই ব্যস্ত ক্রেতাদের প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ভাবে করোনা বিষয়ে সচেতনতামূলক বার্তা বারেবারে প্রদান করা হচ্ছে । অনেকেই সেই বিষয়ে কর্ণপাত করছেন না। নাগরিক সমাজের কাছে প্রশ্ন এর শেষ কোথায় ? হুস ফিরবেই বা কবে ?

Leave a Reply